
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তার সম্পাদক ও প্রকাশক, মোসাদ্দিক হোসাইন সাজুল ২২ এপ্রিল সোমবার যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের একটি হসপিটালে লন্ডন সময় সকাল ১১ ঘটিকায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ---- রাজিউন) .
আজ ২৩ এপ্রিল লন্ডন সময় বাদ যোহর ১টা ৪৫ মিনিটে ব্রাডফোর্ড মসজিদ আল হিকমা এন্ড লার্নিং সেন্টারে জানাজার নামাজ শেষে স্হানীয় কবর স্হানে তার লাশ দাপন করা হয়েছে। তথ্যটি জানিয়েছেন, সাংবাদিক মোসাদ্দিক হোসাইন সাজুলের ছোট ভাই বিশ্বনাথ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস আহমদ রাজন। .
.
তিনি আরো জানান, ভাইয়ের লাশ সার্বিক আনুষ্ঠানিকতা শেষে লাশ দাপন সম্পন্ন হয়েছে। এতে প্রায় দুই হাজারের মত মুসল্লি তার জানাজায়, অংশ গ্রহণ করেছিলেন বলে তিনি জানিয়েছেন।.
ইলিয়াস আহমদ রাজন তার ভাইয়ের ইন্তেকালে দেশ বিদেশ থেকে যে সব প্রিয়জনেরা দুঃখ প্রকাশ, সহমর্মিতা, দোয়া ও আমাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন, তাদের সকলের প্রতি তিনি ও তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: